ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পেরুতে বিয়ের অনুষ্ঠানে ছাদ ধস, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
পেরুতে বিয়ের অনুষ্ঠানে ছাদ ধস, নিহত ১৫ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে ভবনের দেয়াল ও ছাদ ধসের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৩০ জন।

দেশটির প্রতিরক্ষা বিভাগ কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার (২৭ জানুয়ারি) দিনের প্রথম ভাগে বিয়ের অনুষ্ঠান চলাকালে ভবনের দেয়াল ও ছাদ ধসের ঘটনা ঘটে। এতে চাপা পড়েন বহু মানুষ।

প্রতিরক্ষা বিভাগের প্রধান জর্জ চেভেজ জানান, পেরুর দক্ষিণে আন্দেন শহরের একটি হোটেলে বিয়ের অনুষ্ঠান চলছিলো। অনুষ্ঠানে আগতরা নাচগান করার সময় হঠাৎ ওই ভবনের দেয়াল ও ছাদ ধসের ঘটনা ঘটে। এতে বহু মানুষ চাপা পড়েন।

ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ ও ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।