ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলিয়ান ক্লাবের প্রশিক্ষণ গ্রাউন্ডে আগুন, নিহত ১০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
ব্রাজিলিয়ান ক্লাবের প্রশিক্ষণ গ্রাউন্ডে আগুন, নিহত ১০ ফ্লামেঙ্গো ফুটবল ক্লাবের লোগো

ঢাকা: ব্রাজিলে ফ্লামেঙ্গো ফুটবল ক্লাবের যুবদল প্রশিক্ষণ গ্রাউন্ডে ভয়াবহ আগুন লেগে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) দেশটির রিও দি জানেইরো শহরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ফায়ার সার্ভিস নিশ্চিত করে।

জানা গেছে, স্থানীয় সময় ভোর ৫টায় হঠাৎ করে গ্রাউন্ডের ডরমিটরিতে আগুন লাগে।

যখন ওই ডরমেটরিতে খেলোয়াড়রা ঘুমাচ্ছিল। পরে সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে প্রশিক্ষণ কমপ্লেক্সের ওই ডরমিটরিতে ১৪ থেকে ১৭ বছরের খেলোয়াড়রা ছিল। তাছাড়া আগুনের সূত্রপাত্র এখনও বের করা সম্ভব হয়নি।

আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফ্লামেঙ্গো দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাবগুলোর মধ্যে একটি। এটি ব্রাজিলের শীর্ষ লিগে খেলছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।