ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

জার্মানিতে ভবনে আগুন লেগে নিহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
জার্মানিতে ভবনে আগুন লেগে নিহত ৫ ভবনে আগুন, ছবি: সংগৃহীত

ঢাকা: পশ্চিম জার্মানিতে একটি ভবনে আগুন লেগে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দেশটির কায়সারস্লাউটার্ন শহরের নিকটবর্তী উপ শহর লামব্রেচটের একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটে।

সরকারি কর্মকর্তারা বলছেন, ঘটনাটি টেকনিক্যাল ডিফেক্ট বা অবহেলার কারণেই হয়ে থাকতে পারে।

এছাড়া কোনো ষড়যন্ত্রও হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছেন তারা।

তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মরদেহ ময়নাতদন্ত করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির পুলিশ ও প্রসিকিউটর জানিয়েছেন, রাতে ভবনটির উপরের তলায় আগুন জ্বলতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।