ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তৃণমূলের আইনপ্রণেতাকে গুলি করে হত্যা, আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
তৃণমূলের আইনপ্রণেতাকে গুলি করে হত্যা, আটক ২ সত্যজিৎ বিশ্বাস (ফাইল ছবি)

পশ্চিম ভারতের মাঝদিয়ায় একটি অনুষ্ঠানে তৃণমূলের আইনপ্রণেতা সত্যজিৎ বিশ্বাসকে গুলি করে হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, মাঝদিয়া এলাকায় স্বরস্বতী পূজার অনুষ্ঠানে খুব কাছ থেকেই সত্যজিৎকে গুলি করে হত্যা করা হয়।  

আটকেরা হলেন কার্তিক মণ্ডল ও সুজিত মণ্ডল।

তারা দু’জনেই মাঝদিয়া এলাকারই বাসিন্দা। এই ঘটনায় স্থানীয় হাসখালি থানার অফিসার ইনচার্জ’কে (ওসি) বরখাস্ত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে সামনের দিকে বসেছিলেন তিনি। ভিড়ের মধ্যে তাকে গুলি করে দুর্বৃত্তরা। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।  

পুলিশ সূত্র জানিয়েছে, ভিড় থাকায় দুর্বৃত্তরা সহজেই পালিয়ে গেছে।

এই হত্যাকাণ্ডের পেছনে বিজেপিকেই দায়ী করেছে তৃণমূলের নাদিয়া জেলার প্রেসিডেন্ট গৌরিশঙ্কর দত্ত। আয়োজিত অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন। তবে হত্যাকাণ্ডটির কয়েক মিনিট আগে তিনি অনুষ্ঠান থেকে বেরিয়ে গিয়েছিলেন।

তৃণমূলের অন্য নেতারাও হত্যাকাণ্ডের পেছনে বিজেপিকেই দায়ী করেছে।  

তবে এই দায়কে অস্বীকার করে তৃণমূলকেই হত্যাকাণ্ডটির জন্যে দায়ী করেছে বিজেপি।

এ ব্যাপারে বিজেপি নেতা সায়ন্তন বোস বলেন, এ ঘটনার সত্যতা বের করতে সিবিআইকে নিয়োগ করা উচিৎ। একমাত্র তারাই এর সত্যতা বের করে আনতে পারবে।

আর কিছুদিনের মধ্যেই আসন্ন লোকসভা নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। এরই আগ মুহূর্তে এই হত্যাকাণ্ডটি ঘটলো।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
এসএ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।