ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতীয় বিমানবাহিনীর ২ এয়ারক্রাফট বিধ্বস্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
ভারতীয় বিমানবাহিনীর ২ এয়ারক্রাফট বিধ্বস্ত ভারতীয় বিমানবাহিনীর দুই এয়ারক্রাফট বিধ্বস্ত, ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটিতে দেশটির বিমানবাহিনীর ‘সারইয়া কিরন এরোবেটিক গ্রুপে’র দু’টি এয়ারক্রাফট বিধ্বস্ত হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ‘এরো ইন্ডিয়া প্রদর্শনী’ শুরুর মাত্র একদিন আগে এর জন্য প্রস্তুতি চলাকালে এয়ারক্রাফট দু’টি বিধ্বস্ত হয়। তবে দু’টি জেটের পাইলটই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম বলছে, দেশটিতে ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি পাঁচ দিনব্যাপী ‘এরো ইন্ডিয়া প্রদর্শনী’ শুরু হতে যাচ্ছে। আর এর প্রস্তুতি নিতে গিয়ে একদিন আগে দু’টি জেট বিধ্বস্ত হলো।

এই প্রদর্শনীতে কয়েক হাজার দর্শনার্থী হবে বলে আশা করা হচ্ছে। ১৯৯৬ সাল থেকে বেঙ্গালুরুতে এই প্রদর্শনী আয়োজন করা হয়। সর্বশেষ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে এটি আয়োজন হয়েছিল।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।