ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আসামে বিষাক্ত মদ পানে ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
আসামে বিষাক্ত মদ পানে ১৬ জনের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: ভারতের আসামে বিষাক্ত মদ পান করে সাত নারীসহ অন্তত ১৬ জন মারা গেছেন। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪০ জনের বেশি।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় এক চিকিৎসক বলেছেন, গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি চা বাগানের শ্রমিকরা তাদের সাপ্তাহিক মজুরি পাওয়ার পর এই বিষাক্ত ‘বুটলেগ মদ’ পান করেন। এর পরেই মৃত্যুর ঘটনা ঘটে।

গোলাঘাট সরকারি হাসপাতালের চিকিৎসক দিলিপ রাজবংশী বলেন, দেশিয় তৈরি ভেজাল মদ পান করার কারণেই তারা মারা গেছেন।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) স্থানীয় আইন প্রণেতা মৃনাল সাইকিয়া সংবাদমাধ্যমকে বলেছেন, বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) প্রায় ১০০ জন মানুষ এই বিষাক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনার মাত্র দুই সপ্তাহ আগে ভারতের উত্তরাখণ্ডে বিষাক্ত মদ পান করে প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছিল। দেশটিতে অবৈধভাবে তৈরি দেশিয় এ মদ পান করে প্রায়ই মানুষ মারা যায়। এছাড়া ভালো মানের মদ ব্যয়বহুল হওয়ায় তারা দেশিয় মদ পান করে থাকে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।