ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প ম্যাপে ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তর দ্বীপ মিন্দানাও/ছবি: সংগৃহীত

ঢাকা: ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তর দ্বীপ মিন্দানাওতে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

বুধবার (৬ মার্চ) এ ভূকম্পন অনুভূত হয়। তবে কখন আঘাত হেনেছে তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

 

ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষন সংস্থা ইএমএসসি বলছে, প্রথমে ৬ মাত্রার কম্পনের কথা বলা হলেও পরে আবারও পরীক্ষা করে জানানো হয়, সমুদ্রের তলদেশে উৎপত্তি হওয়া কম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৭।

ভুমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ডাবাও শহর থেকে ২১১ কিলোমিটার উত্তরপশ্চিমে এবং এর গভীরতা ছিল ৬০ কিলোমিটার।

প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এসএ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।