ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

অভিবাসী প্রবেশ ঠেকাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
অভিবাসী প্রবেশ ঠেকাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসী/ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে দেশটিতে অবৈধভাবে প্রবেশ করছে বিপুল সংখ্যক মধ্য আমেরিকান অভিবাসী। এতে দেশটিতে দেখা দিচ্ছে মানবিক সংকট। অভিবাসীদের অবৈধ প্রবেশ ঠেকাতে নানা রকম কঠোর পদক্ষেপ নিয়েও হিমশিম খেতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে।

কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, শুধু গত মাসেই এই সীমান্ত দিয়ে প্রায় ৭৬ হাজার অভিবাসী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের অবৈধ প্রবেশ ঠেকাতে নানা রকম কঠিন বিধি-নিষেধ চালু করেছে ট্রাম্প প্রশাসন।

তবে এসব কঠোর নীতি-নিষেধও পারছে না অভিবাসীদের অবৈধ প্রবেশ ঠেকাতে।

মঙ্গলবার (০৬ মার্চ) কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন কমিশনার কেভিন ম্যাক এলেনান সাংবাদিকদের বলেন, ধারণ ক্ষমতার চেয়েও বেশি অভিবাসী দেশটিতে প্রবেশ করছে। ইতোমধ্যে এটি ব্রেক ইভেন পয়েন্ট অতিক্রম করে ফেলেছে।

গত বছর থেকে শুরু করে অভিবাসী আটকের সংখ্যা বেড়ে বর্তমানে ৯৭ শতাংশে দাঁড়িয়েছে বলে জানিয়েছে সীমান্ত রক্ষাবাহিনী। বর্তমানে অভিবাসন কর্তৃপক্ষের জিম্মায় প্রায় ৫০ হাজার অভিবাসী রয়েছেন।

যুক্তরাষ্ট্রে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও মধ্য আমেরিকা থেকে আগত এসব অভিবাসীরা এখনও দেশটিতে প্রবেশ করছে। তারা মূলত দেশটির দূরবর্তীস্থান আরিজোনা, নিউ মেক্সিকো এবং টেক্সাসে অবস্থান করছে।

যদিও কয়েক হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থাগুলোর তত্ত্বাবধানে মুক্তি দেওয়া হয়েছে। তবে এর সংখ্যাও ক্রমশ বাড়ছে।

দেশটির অ্যানানসিয়েশন হাউসের পরিচালক রুবেন গার্সিয়া বলেন, আগে আমরা কখনও এতো সংখ্যক অভিবাসী প্রবেশ করতে দেখিনি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।