ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে বন্দুকযুদ্ধে ৭ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
মিশরে বন্দুকযুদ্ধে ৭ জঙ্গি নিহত মিশরের নিরাপত্তা বাহিনী/ছবি: সংগৃহীত

ঢাকা: মিশরের রাজধানী কায়রোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জঙ্গিগোষ্ঠীর সাত সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর এক সদস্য।

বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, বৃহস্পতিবার (৭ মার্চ) কায়রোর গিজা জেলার রিং রোড এলাকাতে নিরাপত্তা বাহিনীর অভিযানে জঙ্গিগোষ্ঠীর তিন সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে গিজা জেলার ‘সেতা উক্তোবার’ শহরে জঙ্গিগোষ্ঠীর গোপন আস্তানায় অভিযান চালালে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়।

এতে জঙ্গিগোষ্ঠীর আরও চার সদস্য নিহত হন।  

জঙ্গিদের কাছ থেকে অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয় কর্তৃপক্ষ।

বহু বছর ধরেই ইসলামি জঙ্গিগোষ্ঠীগুলোর সঙ্গে দেশটির সরকারের লড়াই চলছে। সর্বশেষ ২০১৭ সালের এপ্রিল থেকে দেশটিতে জারি করা জরুরি অবস্থা এখনও চলছে।

২০১৩ সালে দেশটিতে নির্বাচিত তবে বিভক্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করার পর থেকেই এইসব বিদ্রোহী দলগুলো শক্তিশালী হয়ে ওঠে।

বিদ্রোহীরা মূলত দেশটির নিরাপত্তা বাহিনী এবং সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা চালায়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এসএ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।