ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ইরাকে আধা-সামরিক বাহিনীর উপর হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
ইরাকে আধা-সামরিক বাহিনীর উপর হামলায় নিহত ৭ আধা-সামরিক বাহিনীর সদস্য/ ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকে শিয়া মুসলিম গোষ্ঠীর আধা-সামরিক বাহিনীর উপর জঙ্গিগোষ্ঠীর হামলায় বাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন।

বৃহস্পতিবার (৭ মার্চ) ইরাকের পুলিশ ও সামরিক বাহিনী জানায়, বুধবার (৬ মার্চ) জঙ্গিগোষ্ঠীটি এ হামলা চালায়।

পুলিশ সূত্র জানায়, মোসুল থেকে আসা সামরিক বাহিনীর সদস্যদের বহনকারী তিনটি বাস একটি পাহাড় এলাকায় কাছে এলে জঙ্গিরা হামলা চালায়।

এরপর তাদের উদ্ধার করতে সামরিক বিমান পাঠানো হলে জঙ্গিরা পালিয়ে যেতে বাধ্য হয়।

পুলিশ ও সামরিক বাহিনী জানায়, জঙ্গিরা তুজ খুরমাতু শহরের দিকে পালিয়ে যায়।

এই হামলায় হতাহতদের মোসুলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এখন পর্যন্ত কেউই এই হামলার হায় স্বীকার করেনি। তবে এই অঞ্চলগুলোতে প্রায়ই এ ধরনের হামলা চালায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। নিজেদের নিয়ন্ত্রিত প্রায় সব অঞ্চলের নিয়ন্ত্রণ হারানোর পর বিদ্রোহী গোষ্ঠীতে রূপাস্তরিত হয়েছে সুন্নি গোষ্ঠী।

সাম্প্রতিক সময়ে গোষ্ঠীটি সামরিক বাহিনীর উপর হামলা বাড়িয়েছে। বিশেষ করে শিয়া গোষ্ঠীর সামরিক সদস্যদের উপর প্রায়ই হামলা চালাচ্ছে।

অন্যদিকে এসব জঙ্গিগোষ্ঠীতে প্রতিহত করতে ইরাকি বাহিনী ‘টেরোরিস্ট ইলিমেন্টস’ শিরোনামে বিশেষ অভিযান চালু করেছে।

২০১৪ ও ২০১৫ সালে ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণে ছিল দেশটির মসুলসহ আরও কিছু অঞ্চল। তবে যুক্তরাষ্ট্রের সহায়তায় ২০১৭ সালে সে অঞ্চলগুলো নিজেদের নিয়ন্ত্রণে আনে ইরাকের নিরাপত্তা বাহিনী।

এরপর থেকেই জঙ্গিরা বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে অপহরণ, হত্যা ও বোমা হামলা শুরু করে।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।