ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোয় নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
মেক্সিকোয় নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহত ১৫

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর একটি নাইটক্লাবে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন।

শনিবার (৯ মার্চ) সকালে সহিংসতাপ্রবণ গুয়ানায়াতো অঙ্গরাজ্যের সালামানসা শহরের ল্য প্লায়া মেনস’ ক্লাবে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভোর না হতেই একদল বন্দুকধারী তিনটি ভ্যানযোগে এসে নাইটক্লাবে ভাঙচুর করে, এরপর নির্বিচারে গুলি চালায়।

এতে এই হতাহতের ঘটনা ঘটে।

কারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তা জানা না গেলেও স্থানীয় সংবাদমাধ্যম বলছে, মেক্সিকোয় গ্যাস বা তেলের পাইপলাইন ভেঙে প্রায়ই চুরির ঘটনা ঘটে। গত বছরই এভাবে চুরি করে সরকারের প্রায় ৩০০ কোটি ডলারের জ্বালানি লুটে নিয়েছে চোরেরা। সেজন্য সম্প্রতি প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ সাঁড়াশি অভিযান শুরু করেছেন। এর পাল্টা শোধ দিতে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে।

গুয়ানায়াতো রাজ্যের কৌঁসুলির কার্যালয় জানায়, গুলির ঘটনার পর নাইটক্লাবে ১৩ জনের মরদেহ পাওয়া যায়। আহতদের হাসপাতালে ভর্তি করানোর পর মৃত্যু হয় আরও দু’জনের। ঘটনাটির তদন্ত শুরু করেছে প্রশাসন।

গুয়ানায়াতো রাজ্যের শিল্প এলাকা বলে পরিচিত হলেও সালামানসায় গত বছর আগের বছরের তুলনায় দ্বিগুণ হত্যাকাণ্ড হয়েছে। এ কারণে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংসতাপ্রবণ অঞ্চল বলে পরিচিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।