ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
ব্রাজিলে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০ ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম ও তদন্ত শুরু করেছে

ব্রাজিলের সাও পাওলোর একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কমপক্ষে ১০ জন।

পুলিশের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাও পাওলোর সুজানো শহরে হামলার ওই ঘটনা ঘটে। পুলিশ বলছে, হামলার পেছনে ‘অস্ত্রধারী ও মুখোশ পরিহিত’ দুই কিশোর জড়িত।

 

নিহতদের মধ্যে ঠিক কতোজন শিশু এবং দুই হামলাকারী রয়েছেন কিনা তা নিশ্চিত নয়। এছাড়া জানা যায়নি হামলার কারণ। তবে হামলাকারীরা স্কুলটির সাবেক শিক্ষার্থী বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।

এদিকে হামলার স্থল থেকে রিভলবার, তীর-ধনুক, ককটেল, ছুরি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

ঘটনার পর সাও পাওলো গভর্নর জোয়াও দরিয়া তীব্র নিন্দা জানিয়েছেন।  

অন্যদিকে ওই ঘটনার আগে ওই স্কুল প্রাঙ্গণে আরেকটি গুলির ঘটনায় একজন আহত হয়েছেন। ঘটনা দু’টির একটির আরেকটির সঙ্গে যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে ২০১১ সালে রিও ডি জেনেইরো-তে সাবেক এক স্কুল শিক্ষার্থীর গুলিতে ১২ শিক্ষার্থীর মৃত্যু হয়। যা এখন পর্যন্ত দেশটিতে স্কুলে সবচেয়ে বড় কোনো গুলির ঘটনা।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।