ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

মুম্বাইয়ে ফুটওভার ব্রিজ ধসে নিহত ৬, আহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
মুম্বাইয়ে ফুটওভার ব্রিজ ধসে নিহত ৬, আহত ৩৩ ফুটওভার ব্রিজ ধসের ঘটনাস্থল/ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরে ফুটওভার ব্রিজ ধসে দুই নারীসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৩ জন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেলওয়ে স্টেশন সংলগ্ন ওই ফুটওভার ব্রিজ ধসে এ হতাহতের ঘটনা ঘটে।

এক টুইটার বার্তায় পুলিশ জানিয়েছে, রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের উত্তর দিকের শেষ প্রান্ত থেকে টাইমস অব ইন্ডিয়ার ভবন সংলগ্ন বিটি লেনে সংযুক্ত ব্রিজটি ধসে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় ওই এলাকার তীব্র যানজট দেখা দিযেছে। যাত্রীদের অন্য রোড দিয়ে চলাচল করতে অনুরোধ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের সিনিয়র কর্মকর্তারা রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।