ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জনগণকে শান্ত থেকে সহযোগিতার আহ্বান মাইথ্রিপালার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
জনগণকে শান্ত থেকে সহযোগিতার আহ্বান মাইথ্রিপালার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা

ঢাকা: গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় সাধারণ জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। একই সঙ্গে হামলার ঘটনায় চলমান তদন্তে সহযোগিতার জন্যও বলেছেন।

রোববার (২১ এপ্রিল) খ্রিস্টান ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে বিভিন্ন গির্জায় প্রার্থনারত ধর্মাবলম্বী ও হোটেলে বিস্ফোরণের ঘটনার ঘটে। এতে অন্তত ১৩৮ জন নিহত ও চার শতাধিক মানুষ আহত হয়েছেন।

ওই ঘটনার পর দেওয়া এক বিশেষ বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, তিন বাহিনী ছাড়াও পুলিশ এবং বিশেষায়িত ফোর্সকে ঘটনার দ্রুত তদন্ত করে জড়িতদের বের করতে বলা হয়েছে।

এদিকে বিস্ফোরণের ঘটনায় দেশটিতে আগামী দুইদিন সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আকিলা ভিরাজ কারিওসাম।

এর আগে সকালে রাজধানী কলম্বোসহ দেশটির তিনটি গির্জা ও তিনটি অভিজাত হোটেলে একযোগে বোমা হামলা চালানো হয়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।