ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গির্জায় হামলাকারীরা যুক্তরাজ্য-অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
গির্জায় হামলাকারীরা যুক্তরাজ্য-অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষিত চার্চে হামলা ছিলো পরিকল্পিত। ছবি: সংগৃহীত

ঢাকা: বেরিয়ে আসছে শ্রীলঙ্কায় হামলাকারীদের তথ্য। রোববার (২১ এপ্রিল) দেশটির তিন গির্জা ও চার হোটেলসহ বিভিন্ন জায়গায় বোমা হামলায় অংশ নিয়েছিলেন নয়জন। এর মধ্যে আটজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) কলম্বোয় সংবাদ সম্মেলনে এ কথা জানান লঙ্কান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজেবর্ধনে।

এসময় তিনি বলেন, আমাদের বিশ্বাস হামলাকারীরা উচ্চশিক্ষিত ও সুপ্রশিক্ষিত।

তাদের মধ্যে একজন যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছেন।

এর আগে মঙ্গলবার (২৩ এপ্রিল) হামলায় ন্যাশনাল তাওহিদ জামায়াত (এনটিজে) ও জামিয়াতুল মিলাতু ইব্রাহিম (জেএমআই) নামে দু’টি সংগঠন জড়িত বলে দাবি করেন বিজেবর্ধনে।

এ নিয়ে বুধবার প্রতিমন্ত্রী বলেন, আত্মঘাতী হামলাকারীদের মধ্যে ওই দু’টি সংগঠনের কোনো একটির দলনেতাসহ নারী সদস্যরা ছিলেন।

বিজেবর্ধনে বলেন, হামলার পর সন্ত্রাসীদের দু’টি ‘সেফ হাউস’ পাওয়া যায়। এ ঘটনায় প্রায় ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, শ্রীলঙ্কায় বোমা হামলার তিনদিন পর মঙ্গলবার এর দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এসময় হামলার সুস্পষ্ট কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি। তবে হামলাকারী দাবি করে কিছু ছবি প্রকাশ করেছে তারা। ছবিতে একজন বাদে বাকিদের মুখ ঢাকা দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
একে/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।