ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে মাসুদ আজহারের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, মে ৩, ২০১৯
পাকিস্তানে মাসুদ আজহারের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ মাসুদ আজহার। ফাইল ফটো

ঢাকা: জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের (জেইএম) শীর্ষনেতা মাসুদ আজহারের সব সম্পত্তি বাজেয়াপ্ত ও ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। সম্প্রতি জাতিসংঘ মাসুদ আজহারকে ‘বিশ্ব সন্ত্রাসী’ ঘোষণার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নিলো দেশটি।

গত বুধবার (০১ মে) এক প্রজ্ঞাপনে মাসুদ আজহারের ‍বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকরে দ্রুত ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

জেইএম নেতার কাছে সবধরনের অস্ত্র ও গুলি কেনাবেচাও নিষিদ্ধ করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) অন্তত ৪০ জন সদস্য নিহত হন। এ হামলায় মাসুদ আজহার জড়িত অভিযোগ করে তাকে নিষিদ্ধের দাবি জানায় ভারত।  

তবে এতে আপত্তি জানায় চীন। এর আগেও তিনবার মাসুদকে কালো তালিকাভুক্ত করতে বাধা দিয়েছেলো দেশটি।

অবশেষে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রস্তাব ও চাপের মুখে চীন আপত্তি তুলে নিলে গত বুধবার (০১ মে) জঙ্গিনেতা মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার ঘোষণা দেয় জাতিসংঘ।

ওইদিন পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল জানান, মাসুদ আজহারের ওপর এই নিষেধাজ্ঞা দ্রুত কার্যকরে ব্যবস্থা নেওয়া হবে।

মাসুদ আজহার কালো তালিকাভুক্ত হওয়াকে ভারতের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার এ নিষেধাজ্ঞা জারির পর তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে। এটি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে আমাদের অনেক বড় জয়।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মে ০৩, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।