ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আমেথিতে পিছিয়ে রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মে ২৩, ২০১৯
আমেথিতে পিছিয়ে রাহুল গান্ধী

ভারতের সপ্তদশ জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিরই জয়ের আভাস মিলছে। বিগত নির্বাচনের চেয়ে এবার আসন বাড়ার ইঙ্গিত মিললেও সার্বিকভাবে পিছিয়েই আছে প্রধান বিরোধীদল কংগ্রেস। এই পিছিয়ে পড়ার প্রতীক হয়ে উঠছেন যেন খোদ কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীই। নিজের দীর্ঘদিনের আসন উত্তর প্রদেশের আমেথিতে বিজেপির প্রার্থী স্মৃতি ইরানির কাছে হারতে চলেছেন রাহুল।

বৃহস্পতিবার (২৩ মে) ভারতীয় সময় ১১টার আগে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আমেথি আসনে সকাল থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। তবে এই পর্যায়ে এসে রাহুলের চেয়ে ৪ হাজার ভোটে এগিয়ে গেছেন স্মৃতি ইরানি।

এই ব্যবধানেই ফল ঘোষণা শেষ হলে রাহুলকে খোয়াতে হবে তার আমেথি আসন।

অবশ্য কংগ্রেস সভাপতি এবার প্রথমবারের মতো দু’টি আসনে লড়ছেন। তার অপর আসন কেরালার ওয়ানদ। এখানে কংগ্রেস প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রথম থেকেই এগিয়ে আছেন।

স্থানীয় সময় পৌনে ১০টা পর্যন্ত এনডিটিভির খবরে বলা হয়, ৫৪২ আসনের মধ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ৩২৯ আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে রয়েছে ১০৪ আসনে। এছাড়া অন্যান্য দলগুলো এগিয়ে ৯৪ আসনে। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, এনডিএ জোট ২৭৬টি আসনে এগিয়ে রয়েছে, আর ইউপিএ জোট এগিয়ে রয়েছে ৯৬টি আসনে।

তবে কয়েক দফায় ভোট গণনা হবে বিধায় চূড়ান্ত ফল পেতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে বলে জানাচ্ছে সংবাদমাধ্যম।

সরকার গঠনের জন্য দু’টি সংরক্ষিত আসন বাদে মোট ৫৪৩টি আসনের মধ্যে একটি দল বা জোটকে ২৭২টি আসন পেতে হয়।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।