ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিজেপির জয়ে শেয়ার বাজারে নতুন রেকর্ড 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, মে ২৩, ২০১৯
বিজেপির জয়ে শেয়ার বাজারে নতুন রেকর্ড 

ঢাকা: প্রত্যেক কেন্দ্র থেকেই খবর আসছে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন বিজেপি। এর ধাক্কা লেগেছে ভারতের শেয়ার বাজারেও। এদিন দেশটির পুঁজিবাজারের সেনসেক্স ও নিফটি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। 

বৃহস্পতিবার (২৩ মে) ভারতের সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, সকাল থেকে শুরু হয় ভোটগণনা।

এরপর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির জয়জয়কার খবর আসতে থাকে।  

দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার ইঙ্গিত জোরালো হওয়ার খবর আসার মধ্যেই বৃহস্পতিবার শুরু থেকেই চাঙ্গা হয়ে ওঠে ভারতের শেয়ার বাজার।  

সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় তা সর্বকালীন রেকর্ড গড়ে।

বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সেনসেক্সের সূচক ১ হাজার ৪৭৩ পয়েন্ট বেড়ে গিয়ে পৌঁছে যায় ৪০ হাজার ১২৪.৯৬। যা এর আগে হয়নি কোনোদিন।

পাল্লা দিয়ে বাড়নো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটির সূচকও। ৪২৭ পয়েন্ট বেড়ে গিয়ে নিফটির সূচক দাঁড়ায় ১২ হাজার ৪১.১৫।  

নিফটির সূচক বাড়ার সঙ্গে সঙ্গে তেজি হয়ে ওঠে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারের দাম। তাদের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে আদানি স্পোর্টসের শেয়ারের দাম। গড়ে তা ৭.৩৬ শতাংশ। এর পরেই রয়েছে যথাক্রমে ইন্দাসইন্দ ব্যাংক, ইয়েস ব্যাংক ও ভারত পেট্রোলিয়াম।  

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।