ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভুলে নবজাতককে ট্যাক্সিতে ফেলে গেলেন বাবা-মা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মে ২৪, ২০১৯
ভুলে নবজাতককে ট্যাক্সিতে ফেলে গেলেন বাবা-মা ফাইল ফটো

ঢাকা: নবজাতক সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরছিলেন বাবা-মা। বাসার সামনে পৌঁছে ট্যাক্সিচালককে ভাড়াও পরিশোধ করেন তারা। কিন্তু ট্যাক্সি চলতে শুরু করলে হঠাৎ খেয়াল হয়, সন্তানকে নামাতে ভুলে গেছেন দু’জনেই।

ট্যাক্সি থামাতে পেছন পেছন ছুটতে থাকেন বাবা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

চোখের সামনে দিয়ে সন্তানকে নিয়ে বেরিয়ে যায় ট্যাক্সিটি।

সম্প্রতি জার্মানির হামবুর্গে ঘটেছে এ ঘটনা।

পুলিশ জানায়, ট্যাক্সিচালক বুঝতে পারেননি গাড়ির পেছনের ছিটে বাচ্চাটি থেকে গেছে। এ অবস্থায় গাড়ি থামিয়ে তিনি দুপুরের খাবার খেতে যান। পরে এয়ারপোর্টে আরেকজন যাত্রীকে তুলতে গেলেই শিশুটি নজরে পড়ে তার। বিষয়টি দ্রুত পুলিশকে জানান ওই ট্যাক্সিচালক।  

খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার পর বাবা-মায়ের কাছে ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছে হামবুর্গ পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ২৪, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।