ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চাঁদ দেখায় সৌদিতে নতুন প্রযুক্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জুন ৬, ২০১৯
চাঁদ দেখায় সৌদিতে নতুন প্রযুক্তি প্রতীকী ছবি

ঢাকা: রমজান-শাওয়াল মাসের চাঁদ দেখতে শিগগিরই উন্নত প্রযুক্তি চালু করছে সৌদি আরব।  

সৌদি বাদশা আব্দুলাহ বিন আব্দুল আজিজের সুপারভাইজার অব চেয়ার ইয়াসিন মালিকি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, আগামী রমজান থেকে মক্কার নতুন ‘ক্লক টাওয়ার’ পর্যবেক্ষণাগার হিসেবে ব্যবহৃত হবে। এর মাধ্যমে সহজেই রোজার চাঁদ দেখা যাবে।

টাওয়ারটিতে সর্বাধুনিক টেলিস্কোপ স্থাপন করা হবে।  

তিনি বলেন, মুসলিমবিশ্বের প্রথম পর্যবেক্ষণাগার হিসেবে এটি মহাকাশ গবেষণা সংস্থাগুলোকে সহযোগিতা করবে। মক্কায় চালু হওয়া এ সমন্বিত পর্যবেক্ষণাগার থেকে আগামী রমজান ও শাওয়াল মাসের চাঁদ পর্যবেক্ষণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ০৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।