ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিদ্যুৎ বিপর্যয়ে ‘অন্ধকার’ গোটা আর্জেন্টিনা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
বিদ্যুৎ বিপর্যয়ে ‘অন্ধকার’ গোটা আর্জেন্টিনা! বিদ্যুৎ নেই রাজধানী বুয়েন্স আয়ার্সেও। ছবি: সংগৃহীত

ঢাকা: বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছে ল্যাটিন আমেরিকান দেশ আর্জেন্টিনা। এতে রাজধানী বুয়েন্স আয়ার্সসহ দেশটির প্রায় সব এলাকাই বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানায়, রোববার (১৬ জুন) স্থানীয় সময় সকাল ৭টায় সারাদেশের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।  

বিদ্যুৎ বিপর্যয়ে শুধু আর্জেন্টনাই নয়, অন্ধকার হয়ে পড়েছে প্রতিবেশী দেশ উরুগুয়েও।

এছাড়া, এর প্রভাব পড়েছে ব্রাজিল ও প্যারাগুয়ের কিছু এলাকাতেও।

আচমকা বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বন্ধ হয়ে যায় সব সড়কের ট্রাফিক সিগন্যাল বাতি, থমকে দাঁড়ায় বিদ্যুৎচালিত ট্রেনগুলো।

আর্জেন্টিনার জ্বালানি সচিব গুস্তাভ লোপেতেগুই বলেন, বিদ্যুৎ বিপর্যয়ের কারণ এখনো জানা যায়নি। কিছু কিছু এলাকায় বিদ্যুৎ ফিরলেও, তা সারাদেশে ফেরাতে আরও সময় লাগবে।

উরুগুয়ের জ্বালানি প্রতিষ্ঠান ইউটিই এক টুইটে জানিয়েছে, দেশটির উপকূলীয় কিছু ‍এলাকায় বিদ্যুৎ ফিরেছে।

আর্জেন্টনা-উরুগুয়ে দু’দেশের প্রায় ৪৮ মিলিয়ন মানুষ বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছেন।

এসব এলাকার অনেক বাসিন্দাই টুইটারে ‘সিনলুজ’ হ্যাশট্যাগ ব্যবহার করে বিদ্যুৎবিহীন অবস্থার ছবি দিয়েছেন। স্প্যানিশ ভাষায় ‘সিনলুজ’ অর্থ ‘আলো নেই’।

আর্জেন্টিনায় এমন সময়ে এ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটলো, যখন দেশটির অনেক এলাকাতেই নির্বাচনের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।