ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় বাস দুর্ঘটনায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
ভেনেজুয়েলায় বাস দুর্ঘটনায় নিহত ১৮ বাসটির চাকা ফেটে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ঢাকা: ভেনেজুয়েলায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন।

গত রোববার (১৬ জুন) কলম্বিয়া সীমান্তবর্তী জুলিয়া রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বাসটিতে ৫৮ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৪ জন মারা যান। গুরুতর আহত ৩৩ জনকে ভিলা ডেল রোজারিওর হাসপাতালে নেওয়া হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চার জন মারা যান।

প্রাথমিক তদন্তে অনুসারে, দ্রুতগতির বাসটির টায়ার ফেটে এ দুর্ঘটনা ঘটে।  

বিশ্বের অন্যতম সড়ক দুর্ঘটনাপ্রবণ দেশ ভেনেজুয়েলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, লাতিন আমেরিকার দেশটিতে ২০১৬ সালে প্রায় ১০ হাজার ৬০০ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।