ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হংকংয়ে পুলিশ সদর দফতর ঘেরাও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জুন ২১, ২০১৯
হংকংয়ে পুলিশ সদর দফতর ঘেরাও পুলিশ সদর দফতর ঘিরে রেখেছে শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ঢাকা: হংকংয়ে ‘অপরাধী প্রত্যর্পণ’ বিল চূড়ান্তভাবে বাতিলের দাবিতে পুলিশ সদর দফতর ঘেরাও করেছে হাজার হাজার শিক্ষার্থী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেওয়া আল্টিমেটাম বৃহস্পতিবার (২০ জুন) শেষ হওয়ায় শুক্রবার (২১ জুন) থেকে ফের আন্দোলনে নামেন তারা।

তবে, আন্দোলনকারীদের ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে পুলিশ বলেছে, আপনারা আন্দোলন তুলে নিন।

অন্যথায় তা জরুরি সেবাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

বিশ্লেষকরা মনে করছেন, এ বিলটি পাস হলে হংকংয়ে চীনের প্রভাব বৃদ্ধি পাবে।

চাপে পড়ে কর্তৃপক্ষ এ বিলের বিষয়ে সব কার্যক্রম স্থগিত রেখেছে। তবু, এতে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। তাদের দাবি, বিলটি চূড়ান্তভাবে বাদ দিতে হবে।

সম্প্রতি অপরাধী প্রত্যর্পণ বিলটি বাতিলের দাবিতে হংকংয়ে লাখ লাখ মানুষ আন্দোলনে নামেন। সেসময় পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে অন্তত ৭২ জন আহত হন। এদের মধ্যে শিশু থেকে বৃদ্ধ, বিভিন্ন বয়সী লোক আছেন।

১৯৯৭ সালে হংকংকে চীনের কাছে ‘এক দেশ, দুই নীতি’ শর্তের আওতায় হস্তান্তর করে যুক্তরাজ্য। এরপর থেকে এ পর্যন্ত প্রত্যর্পণ বিল নিয়ে আন্দোলনটাই সেখানকার সবচেয়ে বড় আন্দোলন বলে দাবি করেছেন এর সংগঠকরা।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ২১, ২০১৯
এইচএডি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।