ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জঙ্গি প্রবেশের খবরে তামিলনাড়ুতে ‘রেড অ্যালার্ট’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
জঙ্গি প্রবেশের খবরে তামিলনাড়ুতে ‘রেড অ্যালার্ট’ সতর্ক তামিলনাড়ু পুলিশ। ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়্যেবার ছয় সদস্য প্রবেশের খবরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ভারতের তামিলনাড়ুতে।  

শুক্রবার (২৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা থেকে নৌপথে সন্ত্রাসীরা ভারতে প্রবেশে করেছে। তারা তামিলনাড়ু বা কেরালায় হামলা চালাতে পারে বলে খবর রয়েছে গোয়েন্দাদের কাছে।

 

পুলিশ সূত্র জানিয়েছে, ছয় জঙ্গির মধ্যে একজন পাকিস্তানি নাগরিক। বাকিরা সবাই শ্রীলঙ্কার। তারা সাগরপথে ভারতে প্রবেশ করেছে।

গত সপ্তাহে ব্যাঙ্গালুরুতে সন্ত্রাসী হামলার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করা হয়েছিল। এসময় জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের জেরে পাকিস্তানি সন্ত্রাসীরা ভারতে ঢুকে হামলা চালাতে পারে বলে জানিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।