ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্পেনে মধ্য আকাশে প্লেন-হেলিকপ্টার সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
স্পেনে মধ্য আকাশে প্লেন-হেলিকপ্টার সংঘর্ষ রাস্তায় পড়ে আছে উড়োযানের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত

ঢাকা: স্পেনে উড়ন্ত অবস্থায় হেলিকপ্টার ও ছোট প্লেনের মধ্যে সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন।

রোববার (২৫ আগস্ট) দুপুরে মায়োর্কা দ্বীপে এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, হেলিকপ্টারটিতে দুই শিশুসহ মোট পাঁচজন আরোহী ছিলেন।

আর দুই আসনের ছোট প্লেনটি আরোহী ছিলেন দু’জনই। মধ্য আকাশে হেলিকপ্টার ও প্লেনটির মধ্যে সংঘর্ষে তারা সবাই প্রাণ হারান।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ইনকা হাসপাতালের ওপর এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পৌঁছে তাজ শুরু করেছে উদ্ধারকারী বাহিনী। স্থানীয় সরকারের মন্ত্রীরাও সেখানে যাবেন।

এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।