ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আমাজনের আগুন নেভাতে প্লেন পাঠালো ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
আমাজনের আগুন নেভাতে প্লেন পাঠালো ব্রাজিল যুদ্ধবিমান থেকে পানি ছিটানো হচ্ছে অ্যামাজনে। ছবি: সংগৃহীত

ঢাকা: ‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত আমাজন বনের আগুন নেভাতে সামরিক বিমান পাঠিয়েছে ব্রাজিল। দেশটির রোন্দোনিয়া অঙ্গরাজ্যে সামরিক বিমান থেকে পানি ছিটানো শুরু হয়েছে। ফ্রান্সে জি-৭ সম্মেলনে বিশ্বনেতারা আমাজনে আগুন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করার পর এ পদক্ষেপ এলো।

সোমবার (২৬ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার সন্ধ্যায় একটি ভিডিও পোস্ট করে।

সেখানে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণে ধোঁয়ার মধ্য দিয়ে আমাজনে সামরিক বিমান থেকে হাজার হাজার লিটার পানি ছিটানো হচ্ছে।

খবরে বলা হয়, প্রেসিডেন্ট অফিসের একজন মুখপাত্র জানিয়েছিলেন, এর আগে দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারো আমাজনের আগুন নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের অনুমতি দিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্রাজিলের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান (আইএনপিই) জানিয়েছে, এবছর ব্রাজিলে আগুন লাগার ঘটনা গত বছরের চেয়ে প্রায় ৮০ শতাংশ বেশি। গত বছর এ সময়ে আগুন লেগেছিল ৪০ হাজারবারের মতো। এবার এ সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজারেরও বেশি, যার অর্ধেকই ঘটেছে আমাজন অঞ্চলে। স্যাটেলাইটের পাঠানো ছবিতেও ধরা পড়েছে বনের বিশাল অংশ উধাও হওয়ার চিত্র।

আগুনে পুড়ছে ‘পৃথিবীর ফুসফুস’।  ছবি: সংগৃহীত

বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন তৈরি করে আমাজন। এ কারণে, এটিকে ‘পৃথিবীর ফুসফুস’ বলা হয়। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড জানিয়েছে, আমাজন যদি এভাবে জ্বলতেই থাকে, তাহলে একসময় সেটি উল্টো কার্বন নিঃসরণ শুরু করতে পারে।

বিশ্বজুড়ে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, কর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা আমাজনের দাবানল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আগুন ছড়িয়ে পড়ায় ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোকেও দায়ী করছেন অনেকেই।

উল্টো অভিযোগ করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জানিয়েছিলেন, অর্থ বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ায় প্রতিশোধ নিতে ও তার সরকারকে বিপাকে ফেলতে পরিবেশবাদী এনজিওগুলোই আমাজনে আগুন লাগাতে পারে। তবে সেসময় এ বিষয়ে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি। পরে আরেক মন্তব্যে এ দাবানলের সঙ্গে স্থানীয় কৃষকরাও জড়িত থাকতে পারে বলে জানান জেইর বোলসোনারো।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।