ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টেক্সাসে বন্দুকধারীর হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
টেক্সাসে বন্দুকধারীর হামলায় নিহত ৫ টেক্সাসে বন্দুকধারীর হামলায় নিহত ৫

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরও ২১ জন।

শনিবার (৩১ আগস্ট) ওডেসা ও মিডল্যান্ড শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বিবিসি জানায়, তল্লাশি করার জন্য দুই পুলিশ কর্মকর্তা একটি গাড়ি থামালে এর ভেতর থেকে তাদের ওপর গুলি চালান ৩০ বছর বয়সী ওই হামলাকারী।

এ সময় পথচারীদের ওপরও এলোপাতাড়ি গুলি চালান তিনি। একপর্যায়ে নিজের গাড়ি ফেলে ডাকবিভাগের একটি গাড়ি চুরি করেন শ্বেতাঙ্গ ওই বন্দুকধারী। পরে ওডেসা শহরের একটি সিনেমা হলে হামলার সময় পুলিশের গুলিতে নিহত হন তিনি। হামলাকারীর পরিচয় ও হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি।

এ হামলার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে এ ধরনের হামলার ঘটনা প্রায়ই ঘটছে। গত ৩ আগস্ট একই ধরনের হামলায় ২২ জন নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।