ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্নীতি মামলায় কারাগারে ভারতীয় সাবেক মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
দুর্নীতি মামলায় কারাগারে ভারতীয় সাবেক মন্ত্রী পি চিদাম্বরম

আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় ভারতের সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে দিল্লির তিহার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যম জানায়, আগাম জামিন আবেদন নামঞ্জুর করে দিল্লির একটি আদালত ওই কংগ্রেস নেতাকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জুডিসিয়াল কাস্টডিতে নেওয়ার নির্দেশ দেন।

বৃহস্পতিবার চিদাম্বরমের জামিন আবেদন খারিজ করে বিশেষ বিচারক অজয় কুমার এ আদেশ দেন।

পুলিশ কাস্টডির মেয়াদ শেষ হওয়ার পর ওই জামিন আবেদন করেছিলেন তিনি। আদালত তাকে কারাগারে ওষুধ নেওয়ার অনুমতি ও পৃথক সেলে রাখারও নির্দেশ দেন।

কারাগারে চিদাম্বরমকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলে জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা।

বাংলাদেশ সময়: ০৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।