ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত গেয়ে হংকংয়ের স্বাধীনতা দাবি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত গেয়ে হংকংয়ের স্বাধীনতা দাবি! যুক্তরাষ্ট্রের পতাকা হাতে আন্দোলনকারীরা। ছবি: সংগৃহীত

ঢাকা: চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে গাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত ‘দ্য স্টার স্প্যাংগলড ব্যানার’। উড়ানো হয়েছে দেশটির পতাকা। একইসঙ্গে এ অঞ্চলটিকে স্বাধীন করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হস্তক্ষেপ করার আহ্বানও জানিয়েছেন হাজারো আন্দোলনকারী।

রোববার (৮ সেপ্টেম্বর) হংকয়ে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

১৪ সপ্তাহ ধরে চলা এ আন্দোলন থেকে এখন স্বাধীনতার দাবি উঠতে শুরু করেছে।

এদিন আন্দোলনকারীরা, ‘স্বাধীনতার জন্য যুদ্ধ করো, হংকংয়ের পাশে দাঁড়াও’, ‘বর্ণাবদী বেইজিং, হংকংকে স্বাধীন করো’ স্লোগান দেয়।

এক আন্দোলনকারীর মাথায় ছিল এ হ্যাট।                                          ছবি: সংগৃহীত

এক আন্দোলনকারীর পোস্টারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে লেখা রয়েছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, দয়া করে হংকংকে স্বাধীন করে দাও। আমাদের সংবিধানকে রক্ষা করো। ’

হংকংয়ে যুক্তরাষ্ট্র কনস্যুলেটের সামনে আন্দোলনে অংশ নেওয়া চেরি (২৬) নামের একজন বলেন, এখন চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলছে। হংকংয়ে চীনপন্থিরা পুলিশের সহায়তায় কীভাবে মানবাধিকার লঙ্ঘন করছে তা যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরার এটিই ভালো সুযোগ। আমরা হংকংয়ে মানবাধিকার নিশ্চিত করতে ‍যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করছি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার শনিবার (৭ সেপ্টেম্বর) হংকংয়ের বিষয়ে সংযত পদক্ষেপ নেওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

আন্দোলন সহসা থামছে না।  ছবি: সংগৃহীত

হংকংয়ে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং কনস্যুলেট কর্মকর্তাদের ভ্রমণে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভূয়সী প্রশংসা করেছিলেন। বলেছিলেন, ‘আমি বাজি ধরে বলতে পারি, শি যদি বিক্ষোভকারীদের একদল প্রতিনিধির সঙ্গে বসেন তাহলে ১৫ মিনিটেই এর সমাধান সম্ভব। ’

তবে হংকংয়ে পরিস্থিতি এভাবে চলতে থাকলে তা কারও জন্যই শুভ ফল বয়ে আনবে না বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। হংকংয়ে আন্দোলনকারীদের সঙ্গে যেন মানবিক আচরণ করা হয় সেজন্য বেইজিংকে আহ্বান জানিয়েছেন তিনি। যদি এর ব্যত্যয় ঘটে তবে তা সম্ভাব্য চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তিতে প্রভাব ফেলবে বলেও ইঙ্গিত দেন পেন্স।

এদিকে যে বিলটি নিয়ে উত্তেজনা চলছিল তা বাতিল করেছে হংকয়ের বেইজিংপন্থি কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে চলা আন্দোলন ও বিক্ষোভের মুখে আনুষ্ঠানিকভাবে ৪ সেপ্টেম্বর হংকংয়ের নির্বাহী ক্যারি ল্যাম এ ঘোষণা দেন। কিন্তু এ ঘোষণার পরও আন্দোলন বন্ধ হওয়ার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এইচএডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।