ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হতাশায় আত্মহনন করলেন মার্কিন মনোবিদ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
হতাশায় আত্মহনন করলেন মার্কিন মনোবিদ!

বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং ও মানসিক সেবা বিভাগের পরিচালক ছিলেন তিনি। সুখ্যাতি ছিল মনোবিদ হিসেবেও। অথচ সেই তিনিই কিনা মানসিক হতাশা থেকে আত্মহনন করলেন।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার কাউন্সেলিং ও মানসিক সেবা বিভাগের পরিচালক গ্রেগরি এলসের এই আত্মহননে দেশটির সংবাদমাধ্যমও স্তম্ভিত হয়ে পড়েছে।  

গত মার্চে এলস ওই বিশ্ববিদ্যালয়ের বিভাগটির প্রধান হয়েছিলেন।

গত সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে নিজের বাসায় তিনি আত্মহনন করেন বলে ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের জনস্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়।  

এলসের মা জেনেত এলস-রিচ সংবাদমাধ্যমকে বলেন, নিজের কর্মস্থল নিয়ে সম্প্রতি হতাশায় চেপে ধরছিল এলসকে। তিনি তার মাকে বলছিলেন, ধারণার চেয়েও বেশি চাপ তার চাকরিতে। এ কারণে অন্য রাজ্যের শহর নিউইয়র্কে বসবাসরত স্ত্রী-সন্তানদেরও সময় দিতে পারেন না তিনি।

‘দীর্ঘস্থায়ী মানসিক সুস্থতা নিশ্চিত’ করতে বিশ্ববিদ্যালয় এলাকায় এক উদ্যোগের গুরুত্বপূর্ণ সহযোগীর ভূমিকায় ছিলেন এলেস।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।