ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হংকং বিক্ষোভে পুলিশের গুলি, আহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
হংকং বিক্ষোভে পুলিশের গুলি, আহত ১ বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি চালানোর স্থানটি পাহারা দিচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত

হংকংয়ে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। এতে অন্তত একজন আহত হয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) সকালে হংকংয়ের উত্তর-পূর্বে অবস্থিত সাই ওয়ান হো দ্বীপে বিক্ষোভকারীরা একটি সড়ক অবরোধ করার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।  

ফেসবুকের একটি লাইভ ফুটেজে দেখা যায়, সড়ক অবরোধ করে রাখা এক ব্যক্তিকে জাপটে ধরে গুলি করেন পুলিশের এক কর্মকর্তা।

তখন মুখোশ পরা আরেক ব্যক্তি এগিয়ে আসলে তার শরীরেও গুলি চালায় পুলিশ। জোরজবরদস্তি চলতে থাকলে ওই পুলিশ কর্মকর্তাকে আরও দুই রাউন্ড গুলি চালাতে দেখা যায়। তবে, ওই গুলিতে কেউ আহত হয়েছেন কি-না তা দেখা যায়নি।  

গুলিতে আহত প্রথম ব্যক্তির অবস্থা এখনো জানা যায়নি। তবে, ফুটেজে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।  

বিক্ষোভ শুরুর পর থেকে এনিয়ে এখন পর্যন্ত তৃতীয়বার কাউকে গুলি করলো পুলিশ।  

এর আগে এক বিবৃতিতে কট্টরপন্থি বিক্ষোভকারীদের অবৈধ কার্যক্রম দ্রুত বন্ধ করার আহ্বান জানায় পুলিশ।  

সোমবার হংকংয়ের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে রাখে। অনেক জায়গায় রেল যোগাযোগ বিঘ্নিত হয়। হংকংয়ের বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।  

অন্য একটি ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল আরোহী এক পুলিশ ইচ্ছে করেই বিক্ষোভকারীদের মধ্য দিয়ে চলে যান। গত কয়েকদিন ধরেই যান চলাচলে বিঘ্ন ঘটায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ছিল।  

শুক্রবার (৮ নভেম্বর) হংকংয়ে বিক্ষোভ চলাকালে সংঘর্ষে আহত শিক্ষার্থী অ্যালেক্স চো মারা যাওয়ার পর বিক্ষোভ আরও সহিংস রূপ নেয়।

আরও পড়ুন: শিক্ষার্থীর মৃত্যুতে হংকংয়ে আরও সহিংসতার আশঙ্কা

চীন সরকারের মদদে হংকং প্রশাসনের বিতর্কিত অপরাধী প্রত্যর্পণ আইনের প্রতিবাদে চলতি বছরের জুন মাসে বিক্ষোভ শুরু হয়। গত ২৩ অক্টোবর বিলটি প্রত্যাহারের ঘোষণা দেয় হংকং আইনসভা। কিন্তু, এর আগেই বিক্ষোভটি রূপ নেয় সরকারবিরোধী আন্দোলনে।  

বিক্ষোভকারীরা এখন গণতান্ত্রিক হংকংয়ের দাবিতে আন্দোলন করছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) একটি সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের ‘হংকং মুক্ত করো’ ব্যানার হাতে স্লোগান দিতে দেখা গেছে।  

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।