ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কঙ্গোতে ১৭ যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
কঙ্গোতে ১৭ যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে ১৭ যাত্রীবাহী একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে প্রাণহানি ঘটেছে বলে জানানো হলেও সংখ্যা বলা হচ্ছে না।

রোববার (২৪ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলে নর্থ কিভু প্রদেশের গোমা শহরের এক জনপদে প্লেনটি বিধ্বস্ত হয়।

নর্থ কিভুর আঞ্চলিক গভর্নর নাজানজু কাসিভিতা সংবাদমাধ্যমকে বলেন, প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাণহানি ঘটেছে।

তবে কতজনের প্রাণহানি ঘটেছে তা জানা যায়নি।

সংবাদমাধ্যম বলছে, বেসরকারি এয়ারলাইন্স বিজি বি’র মালিকানাধীন প্লেনটি গোমার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর মাপেন্দো উপশহরের জনপদে বিধ্বস্ত হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এইচএ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।