ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লেবাননে সরকারবিরোধী বিক্ষোভে হিজবুল্লাহ গোষ্ঠীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
লেবাননে সরকারবিরোধী বিক্ষোভে হিজবুল্লাহ গোষ্ঠীর হামলা বিক্ষোভকারী ও হিজবুল্লাহদের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়ে আছে দাঙ্গা পুলিশ ও নিরাপত্তা বাহিনী। ছবি: সংগৃহীত

লেবাননে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর আবারও হামলা চালিয়েছে হিজবুল্লাহ ও আমাল গোষ্ঠীর সদস্যরা। এতে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, সোমবার সকালে লেবাননের রাজধানী বৈরুতে গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক দখল করেন সরকারবিরোধী বিক্ষোভকারীরা।

তখন ইরান সমর্থিত হিজবুল্লাহ ও আমাল গোষ্ঠীর সদস্যরা লোহার রড নিয়ে বিক্ষোভকারীদের আক্রমণ করে।

এসময় দাঙ্গা পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। এছাড়া, তারা দু’পক্ষের মধ্যে দাঁড়িয়ে সংঘর্ষ বন্ধ করার চেষ্টা করে। তারপরও ঘণ্টার পর ঘণ্টা পাথর ছোড়াছুড়ি করে দু’পক্ষ।

বিক্ষোভকারীদের ওপর এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠীর সদস্যরা। তখন বৈরুতে বিক্ষোভকারীদের প্রধান ক্যাম্পে হামলা চালিয়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছিল তারা। এমনকি, বিক্ষোভকারীদের মারধর করে সরকারের পক্ষে স্লোগান দিতেও দেখা গেছে তাদের।

গত পাঁচ সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল লেবানন। ২৯ অক্টোবর বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি। এ ঘটনায় বিক্ষোভকারীরা উল্লাসে ফেটে পড়েন। রাজধানী বৈরুতসহ বিভিন্ন শহরে আনন্দ মিছিল করতে দেখা যায় তাদের।

প্রথমে করারোপের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলেও তা এখন রূপ নিয়েছে সরকারবিরোধী বিক্ষোভে। বর্তমানে, বৈরুতসহ দেশটির অন্য শহরগুলোতে ক্ষমতাসীন ও দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক সুবিধাভোগী দলগুলোর বিরুদ্ধে বিক্ষোভ চলছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পদত্যাগেও থামছে না লেবাননের বিক্ষোভ

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।