ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইস্তাম্বুলে বোমা হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, জুন ২২, ২০১০

আংকারা/তুরস্ক: ইস্তাম্বুলে তুর্কি সেনা বহনকারী একটি বাসে বোমা হামলায় কমপক্ষে তিন জন নিহত হয়েছেন। কুর্দি বিদ্রোহীরা এ হামলা করে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।


 
বিস্ফোরণে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে তুরস্কের দণিপূর্বে স্বায়ত্বশাসন চেয়ে আসা কুর্দি বিদ্রোহীরা দেশের পশ্চিমাঞ্চলেও হামলা বিস্তার করবে বলে হুমকি দেয়ার পরপরই এ হামলার ঘটনা ঘটলো।

কুর্দি বিদ্রোহীরা প্রায়ই তুরস্কের দণিপূর্বাঞ্চলে তুর্কি সেনাবাহী গাড়ি লক্ষ্য করে রাস্তার ধারে বোমা হামলা করে থাকে। চলতি মাসে নাটকীয়ভাবে এ হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে গত শুক্রবার পর্যন্ত কুর্দি বিদ্রোহীরা মোট ১৩ জন তুর্কি সেনা হত্যা করেছে।

বাংলাদেশ স্থানীয় সময়:১৩:২৮,২২জুন,২০১০  
এসআইএস/ডিসি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।