ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে সুচিকে ১০ মার্কিন সিনেটরের চিঠি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে সুচিকে ১০ মার্কিন সিনেটরের চিঠি ছবি:সংগৃহীত

ঢাকা: রাখাইনে রোহিঙ্গা গণহত্যার পক্ষ নেয়ায় উদ্বেগ প্রকাশ করে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচিকে চিঠি দিয়েছেন ১০ জন মার্কিন সিনেটর। তারা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) সুচির দেয়া বক্তব্যের নিন্দা জানিয়ে আদালতকে  সহায়তা করার জন্য তাকে অনুরোধ করেছেন।

বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নেদারল্যান্ডসের আন্তর্জাতিক  ন্যায়বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা শুরুর প্রেক্ষিতে  ১০  মার্কিন সিনেটর মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে চিঠি দিয়েছেন। চিঠিতে  মার্কিন সিনেটররা আইসিজেকে সহায়তা করার জন্য সুচির প্রতি আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে তারা বলেছেন, সুচির দেয়া বক্তব্য তার ভাবমূর্তি ঝুঁকিতে ফেলেছে। ২০১৭ সালের পর থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গারা আশ্রয় নিতে বাধ্য হয়েছে,  তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিনেটররা।

সুচিকে চিঠি লেখা মার্কিন সিনেটরদের মধ্যে রয়েছেন মার্শা ব্লাকবার্ন, ব্রায়ান শোয়াজ,  রিচার্ড ডারবিন, টড ইয়াং, ট্যামি বল্ডউইন, জেফ্রি মার্কলে, রবার্ট ক্যাসি, বেঞ্জামিন কার্ডিন,  রন ওয়াউডেন ও ক্রিস ভ্যান হলেন।

বাংলাদেশ সময়: ০০২০ ঘন্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
টিআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।