ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

গরমে পুড়ছে অস্ট্রেলিয়া, তাপমাত্রার রেকর্ড গড়ার আশঙ্কা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
গরমে পুড়ছে অস্ট্রেলিয়া, তাপমাত্রার রেকর্ড গড়ার আশঙ্কা

ঠাণ্ডায় রীতিমতো কাঁপছে বিশ্বের অনেক দেশ। অনেক অঞ্চলে বৃষ্টিও হচ্ছে। অথচ গরমে পুড়ছে অস্ট্রেলিয়া। দেশটির সইতে হচ্ছে অস্বাভাবিক মাত্রার তাপ। আবহাওয়াবিদরা বলছেন, সামনের সপ্তাহে রেকর্ড গড়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে অস্ট্রেলিয়ায়। এ জন্য ইতোমধ্যে কয়েকটি অঞ্চলে ফায়ার ওয়েদারের সতর্কতাও জারি করা হয়েছে।

পূর্বাভাস আছে, দেশটির পশ্চিম দিকে তীব্র মাত্রার লু হাওয়া বইয়ে যাওয়ার কারণে আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে। এছাড়া পশ্চিম অস্ট্রেলিয়া এবং কুইন্সল্যান্ডের কিছু অংশে ফায়ার ওয়েদারের আশঙ্কা রয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার অনেক অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া ব্যুরো (বিওএম)। এছাড়া পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে আসছে সপ্তাহে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) ৪০ ডিগ্রিতে যাচ্ছে এখানের তাপমাত্রা। আর রোববার (১৫ ডিসেম্বর) তাপমাত্রা হবে ৪১ ডিগ্রি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৫০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটা হয়েছিল ১৯৬০ সালের ২ জানুয়ারি। অবশ্য চলতি বছরের জানুয়ারিতেও দেশটিতে ৪৯ ডিগ্রির অসহনীয় তাপ ছিল।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।