ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার ইদলিবে রুশ বিমান হামলায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
সিরিয়ার ইদলিবে রুশ বিমান হামলায় নিহত ২২

সিরিয়ায় সরকারবিরোধীদের দখলে থাকা ইদলিব প্রদেশে রুশ বিমান হামলায় ২২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিরিয়ার ক্ষমতাসীন বাশার সরকারের সমর্থনে রুশ বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে বলে হোয়াইট হেলমেট বলে পরিচিত সিরিয়ান সিভিল ডিফেন্সের বরাত দিয়ে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

হোয়াইট হেলমেট জানায়, মঙ্গলবার সকাল থেকেই রুশ বিমান ইদলিবের মাররাত আল-নুমান জেলার বিভিন্ন স্থানে হামলা শুরু করে।

 

হোয়াইট হেলমেটের মুখপাত্র আহমেদ শেইখু জানান, বিমান হামলায় তাল মানিস শহরে নয়জন, বিদামা শহরে ছয়জন ও মাসারানে পাঁচজন নিহত হয়। এছাড়া আল-কানাইসে একজন ও মার শামশাতে একজন বিমান হামলায় নিহত হয়েছেন।

আহমেদ শেইখু জানান, বিদামায় নিহতদের মধ্যে হোয়াইট হেলমেটের এক স্বেচ্ছাসেবীর স্ত্রী ও তিন সন্তান রয়েছেন।

সিরিয়ান সিভিল ডিফেন্স জানায়, মঙ্গলবারের এ হামলার পরিপ্রেক্ষিতে বেসামরিক নাগরিকরা হামলা উপদ্রুত স্থান থেকে পালিয়ে তুর্কি সীমান্তের শরণার্থী শিবিরে আশ্রয় নিচ্ছেন।

আহতদের উদ্ধারের জন্য হোয়াইট হেলমেট কাজ করে যাচ্ছে বলে জানান সংস্থাটির স্বেচ্ছাসেবক আব্বাদেহ যাকারা।

২০১১ সালে আরব বসন্তের প্রভাবে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর বিক্ষোভকারীদের সামরিকভাবে দমনের চেষ্টা করা হলে গৃহযুদ্ধের ফাঁদে পড়ে দেশটি। আট বছরের এ যুদ্ধে পাঁচ লাখ ৭০ হাজারের বেশি সিরিয়ান নাগরিক নিহত ও ৫০ লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।