ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অভিশংসিত ট্রাম্প কি ক্ষমতা হারাবেন?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
অভিশংসিত ট্রাম্প কি ক্ষমতা হারাবেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের জন্য দু’টি অভিযোগ উঠেছিল। অভিযোগ দু’টি নিয়ে ভোটাভুটির পর হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসনের শিকার হয়েছেন ট্রাম্প। 

এর আগে দু’জন মার্কিন প্রেসিডেন্ট অভিশংসিত হয়েছিলেন। তারা হলেন অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন।

তবে তাদের ক্ষমতা ছাড়তে হয়নি।

কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে কী হতে যাচ্ছে? তিনি কি ক্ষমতা হারাবেন নাকি পূর্ববর্তীদের মতো থেকেই যাবেন?

প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও সিনেটে ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতে হবে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এ বিচার অনুষ্ঠিত হতে পারে। সেখানেই সিদ্ধান্ত হবে ট্রাম্প ক্ষমতায় থাকছেন নাকি থাকছেন না।  

সিনেটে কাউকে অভিশংসন করতে দুই তৃতীয়াংশ সমর্থন লাগে। ১০০ সদস্যের সিনেটে বর্তমানে ট্রাম্পের রিপাবলিকান সিনেটর আছেন ৪৭ জন। তার মানে ট্রাম্পের বিরুদ্ধে ৫৩ ভোট পড়তে পারে। ফলে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া সহজ হবে না। যদি তার নিজের দলের ১৩ জন সিনেটর তার বিরুদ্ধে যায়, তবেই ক্ষমতা হারাবেন ট্রাম্প। বলা হচ্ছে, সে সম্ভাবনা প্রায় একেবারেই নেই।  

ট্রাম্পের বিরুদ্ধে দু’টি অভিযোগ হলো- তিনি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং কংগ্রেসের কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।  

ট্রাম্প অবশ্য নিজেকে নির্দোষ দাবি করেছেন।

>> তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত ট্রাম্প

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।