ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অভিশংসন ইস্যুতে ট্রাম্পের পক্ষে দাঁড়ালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
অভিশংসন ইস্যুতে ট্রাম্পের পক্ষে দাঁড়ালেন পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বানোয়াট’ অভিযোগে অভিশংসিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ট্রাম্প এ বিপদ থেকে মুক্তি পাবেন এবং ক্ষমতায় বহাল থাকবেন। 

দুই অভিযোগে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেটের বিচারের পর জানা যাবে ট্রাম্প ক্ষমতায় থাকতে পারবেন কিনা।

মার্কিন সিনেটে ট্রাম্পের দল রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতার কারণে ধারণা করা হচ্ছে ট্রাম্প ক্ষমতায় বহাল থাকবেন।   

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বছরের সর্বশেষ সংবাদ সম্মেলন আয়োজন করেন পুতিন। সেখানেই তিনি ট্রাম্পের পক্ষে কথা বলেন।  

পুতিন বলেন, এটা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক যুদ্ধের সম্প্রসারণ। ডেমোক্র্যাটরা নির্বাচনে পরাজয়ের ফলাফল অন্য উপায়ে পূরণের চেষ্টা করছে। তারা প্রথমে ট্রাম্পের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে মিলে ষড়যন্ত্র করার অভিযোগ এনেছিল।  

ট্রাম্পের পক্ষে কথা বললেও এদিন তিনি যুক্তরাষ্ট্রের সমালোচনাও করেন।  

>> তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত ট্রাম্প

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।