ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আমাজন পর্যবেক্ষণে চীন-ব্রাজিলের স্যাটেলাইট উৎক্ষেপণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
আমাজন পর্যবেক্ষণে চীন-ব্রাজিলের স্যাটেলাইট উৎক্ষেপণ আমাজন বন পর্যবেক্ষণের জন্য স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন ও ব্রাজিল। ছবি: সংগৃহীত

মহাকাশ থেকে আমাজন বন পর্যবেক্ষণের জন্য স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন ও ব্রাজিল।

শুক্রবার (২০ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানান।

খবরে বলা হয়, পৃথিবী পর্যবেক্ষণে চীন ও ব্রাজিল যৌথ উদ্যোগে একটি স্যাটেলাইট নির্মাণ করেছে।

শুক্রবার এ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে।

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশে একটি লং মার্চ ৪-বি রকেটে করে ‘চীন-ব্রাজিল আর্থ রিসোর্স স্যাটেলাইট ৪-এ’ উৎক্ষেপণ করা হয়। এ রকেটে করে একসঙ্গে উৎক্ষেপণ করা হয় আরও আটটি স্যাটেলাইট। এর মধ্যে একটি মাইক্রো-স্যাটেলাইট ইথিওপিয়াকে দান করা হয়েছে।

১৯৮৮ সালে গঠিত চীন-ব্রাজিল আর্থ রিসোর্স স্যাটেলাইটের (সিবিইআরএস) তৈরি ষষ্ঠ স্যাটেলাইট এটি। বেসামরিক কাজে শুধু পৃথিবী পর্যবেক্ষণে ব্যবহার করার উপযোগী করে নির্মাণ করা হয়েছে এ স্যাটেলাইট।

আমাজন বন ও পরিবেশ পর্যবেক্ষণে ব্রাজিল সরকারকে সাহায্য করবে ‘সিবিইআরএস ৪-এ’।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা- এ পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত ‘ব্রিকস’ এর একটি চুক্তি অনুযায়ী, পৃথিবী পর্যবেক্ষণে এক ঝাঁক স্যাটেলাইট তৈরি করা হবে। এসব স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত পাঁচটি দেশই পাবে। ২০১৮ সালে চীনের জাতীয় মহাকাশ সংস্থা জানায়, এ ক্ষেত্রে প্রতিটি দেশ এক বা একাধিক স্যাটেলাইট দেবে।

এ পাঁচটি দেশের মধ্যে এখন পর্যন্ত শুধু দক্ষিণ আফ্রিকার নিজস্ব কোনো স্যাটেলাইট নেই।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।