ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঝাড়খণ্ডে বিজেপির পতন আসন্ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
ঝাড়খণ্ডে বিজেপির পতন আসন্ন

আভাস পাওয়া যাচ্ছে, ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বিজেপি আর ক্ষমতা ধরে রাখতে পারছে না। সেখানে ক্ষমতার পালাবদলে মসনদে বসতে যাচ্ছে কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।

ঝাড়খণ্ডে পাঁচ ধাপে নির্বাচন শুরু হয় গত ৩০ নভেম্বর। শুক্রবার পঞ্চম ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে।

ফল ঘোষণা করা হবে ২৩ ডিসেম্বর।

বিভিন্ন সংস্থার বুথ ফেরত জরিপে দেখা গেছে, ঝাড়খণ্ডে বিজেপিকে হটিয়ে কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) জোট জয় পেতে পারে।  

এনডিটিভি বলছে, কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) রঘুবর দাসের বিজেপি সরকারকে হটিয়ে ক্ষমতায় আসতে পারে। দুটি বুথফেরত জরিপে বলা হয়েছে, জেএমএম-কংগ্রেস জোট ৪১টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।  

২০১৪ সালে ঝাড়খণ্ডে বিজেপি জোট ৩৫টি আসনে জিতেছিল।  

ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়ার জরিপে বলা হয়েছে, জেএমএম-কংগ্রেস ৩৮ থেকে ৫০টি আসন পেতে পারে। বিজেপি পেতে পারে ২২ থেকে ৩২টি আসন।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।