ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গুয়েতেমালায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
গুয়েতেমালায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২১ গুয়েতেমালায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২১। ছবি: সংগৃহীত

গুয়েতেমালায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে শিশুসহ অন্তত ২১ জনের প্রাণহানি হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১১ জন।

রোববার (২২ ডিসেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, শনিবার (২১ ডিসেম্বর) গুয়েতেমালার রাজধানী থেকে প্রায় ১৬৮ কিলোমিটার দূরে গুয়ালান নগরে এক মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়।

এতে সাত শিশুসহ অন্তত ২১ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

ওই বাস ও ট্রাকের ড্রাইভারদের আটক করেছে পুলিশ। এছাড়া, নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে গোয়েন্দা বিভাগ।  

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।