ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বুরকিনা ফাসোয় সেনাঘাঁটিতে বিদ্রোহী হামলা, নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
বুরকিনা ফাসোয় সেনাঘাঁটিতে বিদ্রোহী হামলা, নিহত শতাধিক ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি সেনাঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় অন্তত ৩৫ বেসামরিক নাগরিক ও সাত সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় সেনাবাহিনীর পাল্টা জবাবে ৮০ বিদ্রোহীও প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার (২৪ ‍ডিসেম্বর) বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় সউম প্রদেশের আরবিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অন্তত ৩১ জন নারী।

তবে ঠিক কখন এ হামলা হয়েছে তা জানানো হয়নি।

এখন পর্যন্ত কোনো গ্রুপ হামলার দায় স্বীকার করেনি।

হতাহতের এ ঘটনায় দুইদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোর।

এর আগে, চলতি মাসের শুরুতেই দেশটির একটি গির্জায় বন্দুকধারীর হামলায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ১৪ জন।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।