ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কানাডায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
কানাডায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

কানাডার পশিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

বুধবার (২৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।  

খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রদেশের হার্ডি বন্দর থেকে ১৭৭ কিলোমিটার পশ্চিমে ওই ভূমিকম্প আঘাত হানে।

ভূ-পৃষ্ঠ থেকে এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।  

ইউরোপীয়ান-মেডিটেরেনিয়ান ভূমিকম্প কেন্দ্র জানায়, ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যানক্যুভার সমুদ্রবন্দর থেকে ৫১৮ কিলোমিটার পশ্চিমে ওই ভূমিকম্প আঘাত হানে।  

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এতে কোনো সুনামি সতর্কতা নেই বলেও জানায় প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র।  

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।