ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে ভূমিকম্প ছবি: প্রতীকী

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রর ৪৫ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে, এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৫টায় এ ভূমিকম্প হয় বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, মার্কিন ভূতত্ত্ব জরিপের তথ্য মতে, ইরানের বুশেহর প্রদেশে অবস্থিত দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৪৫ কিলোমিটার পূর্বে এ ভূমিকম্প আঘাত হানে।

তবে, এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।