ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন সমর্থন লাভের চেষ্টা নেপালের মাওবাদীদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০
নতুন সমর্থন লাভের চেষ্টা নেপালের মাওবাদীদের

কাঠমাণ্ডু: নেপালের প্রধানমন্ত্রী নির্বাচনে মাওবাদীরা সোমবার নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের সমর্থন লাভের চেষ্টা করেছে।

আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী নির্বাচনে নেপালের পার্লামেন্টে সপ্তমবারের মতো ভোট নেওয়া হবে।



চারটি দলের সমন্বয়ে গঠিত মাধেসি নামের নেপালের নৃতাত্ত্বিক সংখ্যালঘু জনগোষ্ঠীর ৮২টি আসন রয়েছে পার্লামেন্টে। মাওবাদীদের চিফ হুইপ বাহাদুর বোগাতি বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘এই অচলাবস্থা দূর করতে পরবর্তী নির্বাচনে মাধেসি দলগুলোকে আমরা আমাদের সমর্থন করার জন্য আহ্বান জানিয়েছি। ’

এর আগে ৬০১ সদস্যের পার্লামেন্টে গত রোববার সর্বশেষ চেষ্টা করা হয়। কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচনে ব্যর্থ হয়। প্রার্থীরা এখনো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।

সোমবার পার্লামেন্ট ঘোষণা করেছে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার।

গত ৩০ জুন সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপালের পদত্যাগের পর থেকে নেপাল সরকার ছাড়াই চলছে।

দশকব্যাপী চলা গৃহযুদ্ধের পর ২০০৮ সালে মাওবাদীরা নিজেদের রাজনৈতিক পার্টির মধ্য দিয়ে নির্বাচনে অংশ নেয়। পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠ আসন রয়েছে।

প্রধানমন্ত্রী নির্বাচনে মাওবাদী পার্টির পে লড়াই করছেন পুষ্প কমল দহল ও নেপালি কংগ্রেসের পে লড়াই করছেন রাম চন্দ্র পৌদেল।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।