ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুদানে সামরিক প্লেন বিধ্বস্ত, শিশুসহ নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
সুদানে সামরিক প্লেন বিধ্বস্ত, শিশুসহ নিহত ১৮

সুদানে সামরিক বাহিনীর একটি প্লেন বিধ্বস্ত হয়ে চার শিশুসহ অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশু ছাড়াও তিনজন বিচারক রয়েছেন বলে দেশটির সামরিক কর্মকর্তার বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (০২ জানুয়ারি) পশ্চিম দারফুর থেকে সামরিক বাহিনীর পরিবহন প্লেনটি উড্ডয়নের পাঁচ মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়।

আমির মোহাম্মদ আল হাসান নামে বাহিনীর কর্মকর্তা জানান, আন্তোনভ ১২ মডেলের সামরিক একটি প্লেন বৃহস্পতিবার রাতে বিধ্বস্ত হয়।

এতে প্লেনের সাত ক্রু, তিন বিচারক ও আট বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রয়েছে চারটি শিশু।

এদিকে প্লেন বিধ্বস্তের ঘটনায় কারণ অনুসন্ধানে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।

সুদানের সামরিক বাহিনী ও বেসামরিক প্লেন বহরে অধিকাংশই পুরনো সেভিয়েত-নির্মিত উড়োজাহাজ। সম্প্রতি সময়ে এসব প্লেন বিভিন্ন দুর্ঘটনায় পড়ে প্রাণহানির ঘটনা ঘটছে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।