ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হামলায় সোলেমানি নিহত হওয়ার ছবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
যুক্তরাষ্ট্রের হামলায় সোলেমানি নিহত হওয়ার ছবি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস বাহিনীর কমান্ডার মে. জেনারেল কাসেম সোলেমানিকে বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দিনগত রাতে ইরাকে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে যুক্তরাষ্ট্র।

ইন্টারনেটজুড়ে ছড়িয়ে পড়েছে হামলাস্থলের বেশকিছু ছবি। ছবিতে দেখা যাচ্ছে একটি গাড়িতে আগুন জ্বলছে।

সেখানেই ছিলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির আস্থাভাজন কুদস বাহিনীর কমান্ডার মে. জেনারেল কাসেম সোলেমানি।

দেখে নিন হামলাস্থলের ছবিগুলো-

হামলার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প।

কুদস বাহিনীর কমান্ডার লে. জেনারেল কাসেম সোলেমানিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল শত্রু হিসেবে বিবেচনা করে আসছে বহুদিন ধরে।

ইরাকে বেড়েই চলেছে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা।

এর আগেও কয়েকবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে খবর বের হয়েছিল।

প্রতিশোধ নেওয়ার ঘোষনা দিয়েছে ইরান।

১৯৯৮ সালে কুদস বাহিনীর কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয় কাসেম সোলেমানিকে।

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধস্থলে পরিণত হতে যাচ্ছে ইরাক!

এ বাহিনী ইরানকে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের ক্ষেত্র তৈরি করে দিয়েছিল। যার মূলে ছিলেন সোলেমানি। তাকে হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে ইরানের অগ্রযাত্রা ঠেকাতে চায়। দেশটির পদক্ষেপ কতটা কাজে আসে এখন তা দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।