ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ার সামরিক স্কুলে বিমানহামলা, নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
লিবিয়ার সামরিক স্কুলে বিমানহামলা, নিহত ২৮ বিমানহামলার শিকার হয়েছে লিবিয়ার মিলিটারি স্কুল অব ত্রিপলি। ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার রাজধানী ত্রিপলির একটি সামরিক স্কুলে বিমানহামলায় অন্তত ২৮ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, শনিবার (৪ জানুয়ারি) মিলিটারি স্কুল অব ত্রিপলিতে বিমানহামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২৮ জন ক্যাডেট নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন।

এ স্কুলটি অবস্থিত ত্রিপলির আল-হাদবা আল-খাদরা আবাসিক এলাকায়। হামলার সময় প্যারেড গ্রাউন্ডে সমবেত হচ্ছিলেন ক্যাডেটরা। এ হামলার কারণ এখনো স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, দেশটির জেনারেল খলিফা হাফতারের অনুগত বিদ্রোহী বাহিনী এ হামলা চালিয়ে থাকতে পারে।

গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ডের (জিএনএ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে আহতদের রক্ত দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।