বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতের আগেই দু’টি বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বাগদাদ। সঙ্গেসঙ্গেই গ্রিন জোনের সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
মঙ্গলবার রাতে ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে তেহরানের ব্যালিস্টিক মিসাইল হামলার প্রায় ২৪ ঘণ্টা পরই এই হামলার ঘটনা ঘটলো। সেদিনের হামলায় ৮০ জন মার্কিন সেনা মারা গেছে বলে ইরান দাবি করলেও আমেরিকা এই দাবি নাকচ করে দিয়েছে। বুধবার এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই হামলায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো সেনা সদস্যও মারা যাননি।
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেমানি এবং ইরাকি কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস হত্যার প্রতিশোধ হিসেবে ইরান এই হামলা চালায়।
বাগদাদ ও ইরাক জুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের এই হামলার পেছনে ইরাকের হাশেদ গ্রুপের ইন্ধন আছে বলে মনে করে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন:
>> বিমানঘাঁটিতে হামলা আমেরিকার গালে চপেটাঘাত: খামেনি
>> ইরানের হামলায় কোনো মার্কিন সেনা মারা যাননি: ট্রাম্প
>> ইরানের সঙ্গে যুদ্ধ চাই না, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এমকেআর